দুটি কবিতা
দয়াময় পোদ্দার, ওড়িশা
প্রতিবিম্ব
চুবজাখার গাঢ় এ্যালপাইনে বন
ছোট মঠ, সবটা পাহাড়
লামা তেনজিন বসে আছে
বিষন্ন সুরের ভায়োলিন
মোমের আলো কাঁপছে পাশে
ফুল সব খোলেনি বাহার
দেওয়ালে ছায়ায় লামাজি
ভুল নয়তো হুবহু আমি…
অতীতকাল
ধুলো জমা সার্কের অফিস বাড়ির ছাদ, কার্নিশ
পায়রারা খেলে লুকোচুরি
তুমিহীন তুষার – ঝড় বয়ে যাবার অনাবিলে
শস্যের দানা ছড়ি ডাকে
সাদাকালো পায়রারা দিন খুঁটে খায়
আরেকটি রাত পেরিয়ে আসার আগে
আমাকেই খেয়ে উড়ে যায়…