দুধ দর্পণ

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান ##

পোষ্য  গরুটি যে  উপকারী বেশ,  পালতু,

কোন কিছু তার যায় না তো ফেলা, ফালতু ।

ইঞ্জেকশান আর স্টেরয়েডে ঝরা রস তো

পুরো দু’য়ে নেয় ঝানু ব্যবসায়ী গোয়ালা ;

বঞ্চিত থাকে  মাতৃদুগ্ধে যে প্রিয়তম বৎস

আফশোস তার বাতাসে মিলায় দু’বেলা ।

ক্ষীর খায়  যদু মধুতে, ঘোল খায়  শুধু বোকারা,

জলদুধ খেয়ে জলদি বাড়ে কচি খুকু ও খোকারা ;

বিচ্ছিরিছাঁদ চেহারাগুলি  হয় অপরূপ মণি রে,

তেল চুকচুক চেকনাই  খেয়ে ননী আর পনিরে ।

চাঁদপানা-মুখ খদ্দের কিছু  ছানা খায় নানা বে-পথে,

দইটুকু শুধু খেয়ে নেয় দ্যাখো ওই গুটিকয় নেপোতে ।

2 thoughts on “দুধ দর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =