দেখছি শুনছি বলছি তাই
কিশলয় গুপ্ত
মরছিও না মারছিও না বেঁচে আছি অভ্যাসে
হাত রাখতে কার শরীরে চোখ পড়ছে কার লাশে
কার নজরে আগুন জ্বলে কার শ্বাসেতে বিষধোঁয়া
এক চেয়ারে হাত রাখলে সিংহাসনও যায় ছোঁয়া
পুড়ছিও না উড়ছিও না ঘুরছিও না তেপান্তর
তোর ঘরেতে আগুন জ্বলুক নিরাপদে আমার ঘর
আপদ বিপদ হিংস্র শ্বাপদ সব তাতেই মদের ঘোর
বদের হাঁড়ী বাড়ী বাড়ী লোকের আমার এবং তোর
এই নিয়েই দিব্যি কাটে বুক ফাটে না -মরছি না
মনের ঘরে ঘুঘু চরে তেমন একটা ধরছি না
কেয়ামতের পথে এলে আলো আঁধার সব ফাঁসে
মরছিও না মারছিও না বেঁচে আছি অভ্যাসে