নয়া ইস্তাহার
মহাজিস মণ্ডল ##
রক্তাক্ত চৌকাঠের আড়ালে লুকিয়ে থাকে মুখ
অন্ধকারের শরীর বেয়ে নেমে আসে গাঢ় ঘুম
হাওয়ার স্পর্শ লেগে ভেঙে যায় অসীম উম্মুখরতার ভাষা
আঙুলের সন্তুর্পণে খেলা করে যাবতীয় সম্পর্কের কুহক
আর উতরোল সময়ের পাশে বসে
আগুন পোহায় উপোসী রাত
আর জীবনের, অক্ষরের পান্ডুলিপি
আঁকে সভ্যতার নয়া ইস্তাহার…