নিরবতা

সুমিত মোদক, দক্ষিন ২৪ পরগনা ## 

রাত জাগছে রাতের নিরবতায়;

অলীক মানুষ ফিরছে নিজের ঘরে;

মহেঞ্জোদরোর ইটগুলো যেন কাঁদে;

করা যেন কথা বলছে নিচু স্বরে।

#

আমার মৃত্যু আমিই দেখতে পাই;

দ্বারকা নগরী ডুবে থাকে জলের নিচে;

নীলকন্ঠ পাখি উড়ে গেছে অনেক আগে;

জলের হাহাকার রাষ্ট্রের পিছে পিছে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 4 =