পদ্মাসন
মঞ্জিমা গাঙ্গুলী, রসুলপুর, পূর্ব বর্ধমান
মোহনার সুন্দরী ত্বকের ওম নদীতে বিছিয়েছে
চোখের গন্ধ পাচ্ছে গাঙচিল
বিহান মেঘ জমাট বেঁধেছে গুঁড়ো পথে
শুকিয়েছে সেই উড়োজাহাজের ডানাছাটা কপাল
একটা দুটো পাপড়ি খসে গেলে
নীরোগ নীলে ভেসে যাবে শরতের দেউল।
চোখের মধ্যে রঙ তুলি মাখা মুখ আশ্বিনের
মা আসলে ভীষণ মনে হয়
মায়ের মতো ডালিম রঙের চোখ কোজাগরীর
অতল জলে আলতা ডোবা পা নাকি চোখ
চোখের পদ্মে একশো আট কুমুদিনী
আলপনাতে মা এসে বসেন এখনো।