পরমায়ু
অমিত বাগল, চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান ##
যাওয়া আসা আছে আমাদের
হাতে পায়ে ধুলোর পরাগ
তোর অপেক্ষাও পথ
পথ বুঝলেনা–
পায়ের সঙ্গে পা লেগে গেসলো যে কতবার
আর তুমি তোমার আয়ু থেকে
আয়ু তুলে তুলে
ভরে দিচ্ছো দিক–দিগন্তের পরমায়ু
সে কি আনন্দে
দেখি তোর নাকে- মুখে মধু লেগে
এতো বোকা না তুই
তোমায় নিয়ে আমাদের এই হাসাহাসি আর থামবে কোনোদিনও