পাখিটা
জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##
সে আসে পাখির মতো
বাঁধেনি বাসা আমার ঘরের চালে
তার ডানায় লেগেছে তীর
লেগে আছে অস্থিরতা
এক অধীর অন্তর নিয়ে
বসে থাকে সে কদম গাছের ডালে
তার হৃদয়ই দিয়েছে তাকে ব্যধের মতো ব্যথা
নীল মুগ্ধতা থেকে মুখ ফিরিয়েছে সে
বুকের ভেতরে তার নীলের গাঢ়তা
অন্ধকার নক্ষত্র তাকে নিয়েছে ডেকে
নিয়েছে ছুটি সে জীবনের চঞ্চলতা থেকে
উড়তে উড়তে দেখেছে সে মরণের পার
কতো উদ্বেগ কত আকুতি নিয়ে নিশিথ সমুদ্রের মতো সতত চমৎকার।।