পেঁয়াজ
অঞ্জলি দে নন্দী, মম ##
গলা ফাটিয়ে, দেখিয়ে চড়া মেজাজ,
ঝাঁজিয়ে বলে পেঁয়াজ,
আমার সুসময় আজ।
কন্ঠস্বর ঠিক যেন কর্কশ-বাজ;
ধনীর প্রাসাদে করছি রাজ।
ওনাদের কাছেই এখন চলছে আমার
রেয়াজ।
আমি এখন ওনাদের রাজকীয় সাজ।
বড় মাহেঙ্গি এখন আমার ঝাঁজ!
আমায় পাওয়া গরীবের নয় কাজ।
বিশ্বাস না হয়, বাজারে গিয়ে কর জাজ!
আমার শিরে এখন মহারানীর তাজ।
আগের আমি যে গরীবের পান্তায়
ছিলাম, আমি সে আজ,
কোথায়? হ্যাঁ, আমায় আজ, রিচ করছে
তোয়াজ।
এরই নাম সময় বদলের অজানা আওয়াজ।