প্রতীক্ষা
তুষার আচার্য্য ##
পারলে সময়ের পায়ে বেড়ি বেঁধে দিতাম
এক মুহুর্তও অন্য কাজে ব্যয় হত না।
আমার সময় শুধুই তোমার জন্য।
শাসনে বুঝিয়ে দিতাম ঘড়ির কাটাকে,
চুপটি করে অনড় হয়ে থাকতে।
যেন অপেক্ষা না আসে আমাদের প্রাণে।
সময় চলুক শুধুই আমাদের মিলনের তরে।
থমকে যাক বিরহী সময়।
সময় জুড়ে থাকুক আমাদের আশ্রয়। আমাদের প্রত্যয়।
আমাদের আকুতি। আমাদের স্থাপত্য।
মনন জুড়ে থাকে অপেক্ষাকে ছাড়িয়ে আমাদের মানস প্রতীক্ষা।
ভালোবেসে, কাছে এসে।