ফুটপাতে জ্যোৎস্নার বিছানা পেতেছি

দেবেন্দ্র নাথ দাস, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা ##  

তোমাকে চিনি আর চিনি বলেই

ফুটপাতে জ্যোৎস্নার বিছানা পেতেছি ।

সময় বসন্তের ঘড়ি কটাদিন সচল ।

এ সময়ে আমি যাজকের কলুষমুক্ত, বর্ণহীন

ফুটপাতে নির্ঘুম জ্যোৎস্নায় ভিজে

দেখি সারি সারি সোনাঝুরি মুখ গান গায়

শিশির ভেজা গানে সেইসব বেকসুর নদী

এই ফুটপাতে কত যুগ ধরে ঠায় জাগে হাজার সংসার

সংসারে যবনিকা টেনে ।

তোমাকে চিনি আর চিনি বলেই

পৃথিবীর সব আলো এইখানে রাখা

এখানে মৃত্যু নেই মৃতের শরীর

মেঘ হয়ে জমে আছে সোনাঝুরি মুখ

সেই মেয়ে, হরিয়ালি ঘুরে দেখে খানিক বাতাস

স্বপ্ন চাদরগুলো অবিন্যস্ত জড়ো

পড়ে আছে এইখানে শতছিন্ন সুখে ।

উঁচু ব্যালকনি থেকে সংসার ধুলো

ঝরে আর ঝ’রে যায় মেহগনি রাত ।

তোমাকে চিনি আর চিনি বলেই

ফুটপাতে জ্যোৎস্নার বিছানা পেতেছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =