বন্দিনী
দীপিকা সাহা
##
কখনো চেনা মানুষও হয়ে ওঠে
অচেনা
যখন মনকে সাক্ষী রেখে
শব্দগুলো হয় বন্দী
তখন সত্যি বুকে আঁচড় কাটে
বেদনা |
আর অহংকারী চেতনারা সব জমা হয়
নিষ্ক্রিয় স্নায়ুতে –
কালো সুতোর গিটে সব আটকে আছে
আজ,
তাই লুকিয়ে পড়েছে গড়ে ওঠা
ছন্দগুলি |
উল্টেপাল্টে গিয়ে বসছে না আর
পাশাপাশি
সেই স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণরা |
না আসা স্বরে জমেছে মরচেপড়া
ধুলো
কী পাপ করেছিল কথাগুলি ?
যে আজ থমকে গেছে ?
হারিয়েছে
দীর্ঘনিঃশ্বাস !
শিকল বেড়ি পড়ে গ্রীবায় আজ
বড়ো ব্যথা !
তবুও শক্ত মুঠোয় বেঁচে থাকার লড়াই….|