বর্ণময়
অমৃতাভ দে, কৃষ্ণনগর, নদিয়া ##
ঘরের ভিতরে বন্দী সবাই
মনের ভিতরে ভয়
প্রকৃতির মন অন্যরকম
আজ কত প্রাণময়।
ঘরের জানালা খুলে দিয়ে দেখো
পাখিদের কত সুর
প্রজাপতি ওর ডানায় মেখেছে
সকালের রোদ্দুর।
সবুজ পাতারা দোলা দিয়ে যায়
ছন্দে তোমাকে ডাকে
এতো ভালো করে আগে তো দেখিনি
রঙিন সকালটাকে।
আকাশ নিজেকে পাল্টে পাল্টে
কত না কবিতা বলে
মেঘেরাও আজ রংতুলি পেয়ে
কত ছবি এঁকে চলে।
সকাল দুপুর বিকেল গড়ায়
রাতের আকাশে দ্যাখো
তারায় তারায় যত কথা হয়
পদ্যেই লিখে রাখো।
ঘরের ভিতরে বন্দী মানুষ
মনের ভিতরে ভয়
পৃথিবীর সেই হারানো সুরেই
তুমি তো বর্ণময়।