বল্ দেখি তুই

               

               বদ্রীনাথ পাল ##

বল্ দেখি তুই ভুতো,

আকাশ কেন নীল হয়েছে-

করবি না ছল্ ছুতো !

কথাটা নয় ফাঁকা,

হিমালয়ের চূড়ো কেন

বল্ তো বরফ ঢাকা ?

শিখলি কি আঁক্ গোনা ?

বল্ তবে তুই সাগরের জল

কেন এতো নোনা ?

চুলকোবি না মাথা,

বল্ তো এবার বৃষ্টি হলে

কেন ধরিস্ ছাতা ?

পালালি ফাঁক তালে !

কালকে এসে ভর্তি হবি

আমার-ই পাঠশালে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 2 =