বাসা
অমিত বাগল ##
ভালবাসা – গাছেদের গায়ে গায়ে, পাতায় পাতায়, রোদ–
পথিকেরা পায়ে পায়ে এঁকে রাখে ,সারাবেলা–
আমার পথ হলো মানুষের সুবর্ণরেখা
মনোজের বউ বাগানের চারাগাছে জল দিচ্ছে –
আছে আছে আছে
ব’লে রোজ কাকভোরে আমাকে ডিউটিতে দিয়ে যায় ছোটনের অটো
অসুখের সুখ–
আমারও ইচ্ছে আছে
সবকিছু খুলে দেবো মানুষের চোখে
দেখবার কেউ নেই কিছু নেই এভাবে ভাবিনা–
ভাবি, কুয়াশাও স্থায়ী নয় সকালবেলার
ঘরে ঘরে এসে যায় মানুষের রোদ,প্রকৃত প্রণব
রোদ বুঝলেনা–
দ্যাখ দ্যাখ আমার দুচোখ জুড়ে কে আবার, তুই-ই তো
এ ছায়াতল নাকি রোদ ? বল দেখি