বাস্তব
সুজয় মজুমদার, দুবরাজপুর, বীরভূম
তুমি বাধা দিতে পার
আবেগে
ভেঙে দিতে পার
স্বপ্নের সেতু বন্ধন
কেড়ে নিতে পার
এক ফালি হাসি
এনে দিতে পার
শুধুই ক্রন্দন।
তুমি খেলতে জান
কত লুকোচুরি খেলা
কথায় – কথায়
শেষ হয়ে যায় বেলা
তবুও; আমি স্বপ্ন দেখি
তোমাকে করে অবহেলা।