বিবর্ণ গগন
মেশকাতুন নাহার ##
মন ভালো নেই আজ আকাশের
গম্ভীর রূপ তাঁর মুখে,
বজ্রপাতের বিকট শব্দে
বিপর্যস্ত দুখে।
পাঁচমিশালি প্রবল পবন
তোলপাড় করে মর্ত,
দাঙ্গা আঁধি দৈবাৎ ক্রোধে
মর্মে করে গর্ত।
অবিশ্রান্ত ক্রন্দন ধ্বনি
নির্বাক অক্ষির সীমায়,
অর্কের আভা গুপ্ত হলো
শূন্যের বিষাদ জিম্মায়।
পুষ্পপত্র পরিপ্লুত
অন্তরীক্ষের শোকে,
বিহঙ্গিনী উদাস মনে
আর্দ্র নীড়ে ঢোকে।
প্রজাপতি উড়ে যায় না
মন ভার করে আছে,
গগনের মন ভালো নেই তাই
কুঁড়ি ঝরে গাছে।
সব নক্ষত্র হয় বিবর্ণ
ক্ষুন্ন স্বীয় দ্যুতি,
চন্দ্রিমা আজ বিমর্ষ সাজ
হয়ে নভো চ্যুতি।
জরাজীর্ণ এক কুটিরে
মনস্তাপের তলে,
হৃদ আকাশে বিদ্যুৎ চমকায়
ভাসে প্লাবন জলে।