বিশ্বের সব চেয়ে দামি স্কুল

পৃথিবীর সবচেয়ে দামি স্কুলের তকমা পেতেই পারে সুইজারল্যান্ডের ‘ইনস্টিটিউট লা রোসে’ । যেখানকার এক বছরের পড়বার খরচ প্রায় ৮৭ হাজার পাউন্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ৮৮ লক্ষ টাকারও বেশি। পাহাড়ের কোলে বিশাল এলাকা জুড়ে এই স্কুলের দু’টি আলাদা ক্যাম্পাস রয়েছে। একটাতে হেমন্ত থেকে গরমকালের ছুটি পর্যন্ত সকলে থাকে। অন্যটাতে বছরের বাকি মাসগুলিতে। 

স্কুলের ভিতরে রয়েছে সুইমিংপুল। বিশাল লাইব্রেরিতে রাখা ২০টিরও বেশি ভাষায় লেখা অসংখ্য বই। খেলার মাঠ থেকে শুরু করে উন্নতমানের ক্লাসরুম। এত বড় ক্যাম্পাস যে সেখানে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা শীতকালে স্কি করতেও বের হয়ে পড়ে কখনও কখনও। 

এই স্কুলের নিয়মকানুন কিন্তু আর পাঁচটা সাধারণ স্কুলের মতোই। প্রতিদিন ক্লাসে, মিটিংয়ে, স্কুলের অনুষ্ঠানে ইউনিফর্ম পরেই থাকতে হয় ছাত্রছাত্রীদের। লেদার জ্যাকেট, জিন্সের জ্যাকেট, হাই হিল, শরীর দেখানো পোশাক পরা এখানে একদমই নিষেধ। অর্থাৎ দামি স্কুল হলেও, অন্যান্য স্কুলের মতই নিয়ম কানুনই মেনে চলা হয় এখানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 9 =