বোঝাপড়া
জয়িতা চট্টোপাধ্যায় ##
তোমার সঙ্গে আমার সমঝোতা আজ সম্ভব নয়
যতবার তুমি দুটো ইটের মধ্যে সিমেন্ট লাগাও
তার থেকেও বেশি তুমি ইটটা সরিয়ে নাও
তখন আর মাঝামাঝি বলে কিছু থাকে না
এসপার নয়তো ওসপার হয়ে যায়
আমি এপারেই থাকি বা ওপারে
চোখ পড়ে তোমার চোখের আড়ালে
তারপরও আমি ঝুরঝুর করে ভেঙে পড়ার আগে
খুঁজে নিই তুমি নামের কাঠামো
জলের ভেতর আমার দম বন্ধ হয়ে আসে
আর বাইরে আমার ভেতর থেকে আমাকেই তুমি খুবলে খেয়ে নাও
তোমার কান্নার সামনে নিজেকে সামলাতে পারি না তাও।।