ভাইরাল

সৌমেন্দ্র দত্ত ভৌমিক, শ্রীরামপুর, হুগলী

 

কুরে কুরে খায় বিষাদ-কাঁপন নিজের মনে!
ছেয়ে থাকে মনমরা আবহ বিষন্নতার
বিস্তীর্ন এলাকায় জাপটাজাপটি করে |
চক্রব্যূহে বন্দী সময় ছড়িয়ে পড়ে মূহুর্তে
পাঁচ-পাঁচজনার বঙ্কিম নজরে,
তখুনি জলবৎ তরলম্-আর থাকেই না আড়াল,
আসলে ঘটনাটি চুপিসারে হয়েছে ভাইরাল |

নিমগ্ন বকের ধ্যানে খেলা করে সাপদের ফণা !
জড়সড় ভয়ের মজলিশে বাক্-শূন্য বধিরতা
নিমেষে জড়ায় প্রণয়ীর মতন |
আবেশে নিবেশে মদিরতার নগ্ন মাতনে
মুহূর্তরা ডুবে যায় যখন-তখন,
তবুও রহস্য নীরবতা কখনো-সখনো
হয়ে ওঠে দাপুটে মাতাল,
আসলে নাটকটি অবশেষে হলোই যে ভাইরাল !

অথচ ইচ্ছাগুলো থাকুক না চাপা আত্মগোপনে !
ভাবতেও চাই না, আশেপাশে ভাইরাসের থাবায়
নখদন্তের রয়েছে কতটা শাসানি ?
ভাবলেও জাগে ভয়, অর্ন্তজালে যদি পাখা মেলে
জমাটি রসিকের জমাট কাহানী !
হামাগুড়িতে তবু কার পায়ের শব্দ শুনি ?
আগুনে তাপনে ঝলসায় ওমন হালচাল,
বেচাল ঐ খবরটা হতেও পারে যে ভাইরাল |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =