মহাস্থবির মন
ধনঞ্জয় পাল।
রাতের অন্ধকারে নীপমালা তুমি কোথায়!
ভীষণ একটা বাতাসে সারা শরীর ধুয়ে যায়,
নৈশব্দের প্রাবল্যে জেগে ওঠে বিচ্ছিন্নতা
জন-অরণ্যে একদিন হঠাৎই এমন বারতা!
নীপমালা, তোমার সর্বস্ব পণ করেছি দ্যূতক্রীড়ায়
কথা দিচ্ছি কোনমতেই হারবো না এ মরণখেলায়,
যদি হারি-আজীবন দাসত্বের অঙ্গীকার করছি
যাই বলো-স্বাধীনতার শেষপ্রান্তে এখনও বেঁচে আছি।
ভালোবাসার কোনও এক অলিখিত নিয়মের বেড়াজালে
তোমার কাছে প্রতিনিয়ত বসেছি অস্তরাগের শেষ বিকেলে,
আজ বাসস্ট্যান্ডে, স্টেশনে, কারখানার গেটের ধারে
স্মৃতির জাবর কাটি তোমার সেই ছবিটাকে ঘিরে।
এই মহাবিশ্বের আনাচে কানাচে কোথাও কোন প্রান্তে
প্রকাশিত হবো নতুন ফুলের সোনালী বসন্তে,
মহাস্থবির মনটাতে আর যুদ্ধের দামামা বাজে না
ক্ষয়িষ্ণু রক্তে এঁকে যায় মন,ভালোবাসার শেষ সীমানা।