মায়ারাক্ষস

তরুন কুমার ঘটক ##

তুমি কী সেই

যে সাইল্যন্ট ভ্যালির

নিথর সৌন্দর্যের আড়ালে

ছিলে দীর্ঘদিন?

তুমিই তো সেই

যে সাইল্যন্ট ভ্যালি,

চিপকোর বুকফাটা কান্নার

আর্তনাদ থামিয়ে ছিলে সেদিন।

তুমি কী সেই…

যার ষড়যন্ত্রে অবলার

সুস্বপ্ন ভেঙ্গে চুরে

হয় খান খান ?

তুমিই তো সেই,

  যার সুরক্ষা নিশ্চিত

কর সুগঠিত কত

হটস্পট আর অভয়ারন্যে ।

তুমি কী সেই

যার প্রতিহিংসার বারুদ

সুগন্ধি ফলের মধ্যে লুকিয়ে থাকে

ফসলের ধ্বংস থামানোর জ্ন্য ?

তুমিই তো সেই,

যে বনজদের সবুজ খাদ্য

সুরক্ষার জন্য,অবিরত

করে চলেছ বৃক্ষরোপণ

তুমি কী সেই

যে শিক্ষার মধ্যে

অপদেবতার পূজা করে

অন্তরের গোপন কুঠিরে ?

তুমিই তো সেই,

যে অশিক্ষা , কুশিক্ষা ,

কুসংস্কার নির্মূলের জন্য

গঠন করেছ সর্বশিক্ষা।

তুমি কী সেই

যার কাম লোভ

রিরংসা বিদ্বেষ

বহু শতাব্দী প্রাচীন ?

তুমিই তো সেই,

যার রন্ধ্রে বিরাজ করে

ত্যাগ ও সেবার বার্তা

বহনকারী স্বামি বিবেকানন্দ।

তুমিই সিগমুণ্ড ফ্রয়েডের ভাষার

অবদমিত কুটিল মনের  এক প্রাণী ।

তোমার নৃশংসতা আজও কত শাণিত

জর্জ ফ্লয়েডের প্রান কেড়ে কৃষ্ণাঙ্গদের কর স্তিমিত।

তোমায় বিবেকহীন দেখেছি করেছ অস্পৃশ্য়তা

প্লেগের অবসানে উৎসর্গিত ভগিনী নিবেদিতা

তোমারই মায়ার গর্ভে জনম আশিয়া, জাওয়াদ জাভেদ

প্রবীণ স্কটল্যান্ডবাসীদের সেবাদানে দেখেনি কোন প্রভেদ।

তুমি কী এবার সত্যি দেখাবে সে ধৃ্ষ্ঠতা?

খিদার জ্বালায় ঝাপিয়ে পড়ুক তোমারই সভ্যতা!

ইতিহাস তবে মিথ্যা হবে শ্রেষ্ঠ মানবের

নিন্দিত হবে তুমি, জগৎ হবে রাষ্ট্র দানবের।

রাক্ষসে দাঁত যতই দেখাও তুমি, জীবন জোয়ার বাঁচাতে এক জাতি

নিবেদিতা, ফ্লয়েড আশিয়া, জাভেদের বিরল সে প্রজাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =

preload imagepreload image