মিলন তীর্থ
অশোক দাশ##
তেত্রিশ কোটি দেব দেবীর চরণে প্রণতি ভারত তীর্থভূমি,
সহিষ্ণুতার দর্শন সমাদৃত সারাবিশ্ব চির ঋণী।
কতশত মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারে
ভক্তের বন্দিত বন্ধন,
হাতে হাত রেখে একসাথে জ্বালে দীপ সুরের ঐক্যতানে ভরে নন্দন।
পবিত্র ধর্মাচারণ মানবতার মহান দর্শন এই ভারতের সৃষ্টি,
মন্দিরের পাশে মসজিদ গির্জার প্রাঙ্গণে গুরুদ্বার এদেশের কৃষ্টি।
মন্দির মসজিদ সৌধ মিনারে খোদিত সুনিপুণ ভাস্কর্য,
যুগ যুগ ধরে হয়নি ম্লান পর্যটকের চোখে আজও বিস্ময় অনিবার্য।
শিল্পীর নেই জাতপাত মন্দির মসজিদ গির্জায় তার সাক্ষ্য,
ছেনি হাতুড়ি রং-তুলিতে জীবন্ত শ্রমে-ঘামে ভাস্বর অনন্য।
তাজমহলের স্মৃতিসৌধ শাহজাহানের অমর কীর্তি জগৎখ্যাত নাম,
কত মানুষের অশ্রু- রক্ত -ঘাম লেখা ইতিহাসে নেই হিসাব তার!
অজন্তা ইলোরা খাজুরাহো কোণার্ক সৃষ্টিতে কেহ পরিচয় খোঁজে?
বিনিদ্র রজনী কেটেছে শিল্পীর আজন্ম শিল্পকে ভালোবেসে।
কত নদীর স্রোতধারা সাগর বুকে সোহাগে করে আলিঙ্গন,
নানা ধর্ম নানান ভাষা গড়ে তোলে ভারতের সোনার অঙ্গন।
রামধনু রঙে গাঁথা মালা শোভিছে অঙ্গে মিলনের মনিহার,
ধর্মের কাছে অধর্মের পরাজয় মহাকাব্য দেয় শিক্ষা বারংবার।