মুজিব মানে স্বাধীন বাংলার হাসি
মেশকাতুন নাহার ##
মুজিব মানে যুদ্ধক্ষেত্রে ছিনিয়ে আনা জয়,
মুজিব মানে লড়াকু সৈনিক নেই যার কোনো ভয়।
মুজিব মানে নিপীড়ন থেকে মানুষের হয় মুক্তি,
মুজিব মানে পরাধীন থেকে স্বাধীনতার অধিভুক্তি।
মুজিব মানে সাতই মার্চের ঐতিহাসিক এক ভাষণ,
মুজিব মানেই বিলুপ্ত হওয়া পাকিস্তানি শাসন।
মুজিব মানে চিন্তা চেতনায় অসাম্প্রদায়িকতার ছোঁয়া,
মুজিব মানে হিন্দু মুসলিম জয় বাংলার গান গাওয়া।
মুজিব মানে রক্তে কেনা এই বাংলার মাটি,
মুজিব মানে দেশের প্রতি ভালোবাসা খাঁটি।
মুজিব মানে লাল সবুজের একটা পতাকা আঁকা,
মুজিব মানে মুক্ত আকাশে মায়ের কোলে থাকা।
মুজিব মানে অধিকার আদায়ে মুক্তিযুদ্ধ করা,
মুজিব মানে বৈষম্যহীন একটা সমাজ গড়া।
মুজিব মানে গর্জে ওঠা একটা প্রলয় বাঁশি,
মুজিব মানে স্বাধীন বাংলার একটু স্বচ্ছ হাসি।