মৃত্যু-শ্লোক
অরবিন্দ মাইতি, সেনহাটি, হুগলি
মৃত্যু তো সবার আসে, মৃত্যু তো অনিবার্য
কার জন্য মন ভিজবে তা অবশ্যি নেই ধার্য।
তুমি তা ভুলতে পার, করতে পারো অস্বীকারো
আকাশেও নীল থাকে না সবার চোখে সমান গাঢ়
কেউ আবার ডুবতে পারে পুড়তে পারে অনন্ত শোক
শবদেহ ছুঁয়ে থেকে আগুন মাখে নীরব দু চোখ।
আমরা তো সামান্যি জন মানায় না শব্দের শ্লোক
খই বিছানো পথের মতো যাত্রা তোমার নরম হোক।