মৃত্যুহীন প্রাণ
সোমনাথ সাহা ##
যে ঘরে আগুন লাগে তাতে বিষয় পোড়ে;
মানুষও পোড়ে কখনো কখনো।
আবার কখন ছেলের চিতায় বাবাও পোড়ে নীরবে।
প্রশাসন আসে সহানুভূতির ঘন্টা বাজিয়ে।
তখন এমন এক ঝড় ওঠে যার ভিতরে বাতাস থাকেনা।
আঁধারের পেটে জ্বলতে থাকা ক্ষুধার আগুন ইতিহাসকে ডেকে আনে।
আর ইতিহাস আসে কার্তুজ পাল্টাতে।
কিন্তু ইতিহাসের পাতায় আগুন লাগলে?!!
পোড়ে দেশ,
পোড়ে সভ্যতা,
পোড়ে সাহিত্য-সমাজ-সংস্কৃতি।
কেউ আসেনা প্রতিবাদের ঘন্টা বাজিয়ে।
পুড়তে পুড়তে বদলে যায় মানুষ।
পুড়তে পুড়তে বদলে যায় কুতুবমিনার-তাজমহল-ধর্ম-শিক্ষা-আইন-আদালত।
সব পোড়ারই গন্ধ ভাসে বাতাসে।
এই যেমন দুধ পুড়লে দুধের,
ভাত পুড়লে ভাতের,
প্রাণ পুড়লে প্রাণের।
তবে, ইতিহাস পুড়লে কোনো গন্ধ ভাসেনা বাতাসে।
এই ভাবেই হারিয়ে যায় বহু যুবকের ঘুম, এই ভাবে হারিয়ে যায় বহু যুবতীর লাশ।