যদি
কালীপদ মণ্ডল ##
যদি স্বপ্ন উড়ানে আকাশগামী হতে গিয়ে
মুখ থুবড়ে পড়ি তরাইয়ে
যদি সাগর পাড়ি দিতে গিয়ে দিকভ্রমে
পড়ে যাই ঝড় তুফানে
যদি মরুযানে ভর করে মরূদ্যান ছুঁতে গিয়ে
বালিতে যাই চাপা পড়ে
ক্ষতি কী?
রক্ত ঝরুক বুক থেকে
শ্বাস উবে যাক বুক থেকে
ছাই জমা হোক বালুর বুকে
তবু হর্ষে আছি বিষাদ পেয়েছি বলে
কিরাত শস্ত্রে লাভ তো হয় দুয়ানা জীবনের সহজ মৃত্যু
যদি তাও না হয়, তবু রক্তের শুভেচ্ছা রইল
মাটির কাছে
সাগর জলে
বালুর কণায়
আর জীবন ধন্য হোক পৃথিবীকে ভালবেসে
বেঁচে যাবে আমার প্রেম তারই সঙ্গদোষে!