রক্তক্ষরণ
স্বপ্না আচাৰ্জী, গান্ধী নগর, কোচবিহার ##
আমার বুকের ভেতর
একটা নদী ব’য়ে যায়।
বারবার পাড় ভাঙে,
বারবার বাঁক নেয়,
কিন্তু ব’য়ে চলে নিজের মতো।
মাঝে মাঝে আর্তনাদ করে,
তীব্র হুংকারে প্রতিবাদ জানায়।
সে শব্দ বাইরে আসে না,
সে শব্দ হাওয়ায় মেশে না।
শুধু নিজস্ব রক্তক্ষরণে
সমৃদ্ধ হয়।।