রঙের মেলা
উৎপলকুমার ধারা, বজবজ, দক্ষিন ২৪ পরগনা
কুয়াশা উধাও এখন
চারিদিক রঙের বাহার
কোকিলের কণ্ঠেতে সুর
ফাগুনের জাগ্রত দ্বার।
পালিয়েছে কনকনে শীত
রঙের এই ফাগুন মাসে
ছুঁয়েছে দখিন বাতাস
টকটকে লাল পলাশে।
শিমূল আর কৃষ্ণচূড়ার
ডালে ডালে লালরঙা ফুল
মৌমাছি পৌঁছেছে সেই
যেখানে আমের মুকুল।
রূপোলী চাঁদটা হাসে
স্বর্ণালী তারার পাশে
বকুল আর অশোকবনে
দুধরঙা জ্যোৎস্না ভাসে।
খুশির এই রঙের মেলায়
সাথীদের সঙ্গে নিতে
ভরে রঙ আদুল ছেলে
দোলের ওই পিচকারিতে।