রাখী উৎসব

অহীন্দ্র বিশ্বাস

 

রাখী আজ রাস্তায় বিলায় সৌহার্দ্য

হাতে হাত বাঁধা পড়ে, সম্প্রীতিও|

 

আসছে রাত চলো পরস্পর ঘাতক হই-

নতুবা নতুন পেঁচা জন্মাবে কি ভাবে?

 

এক সর্বজ্ঞর দৃষ্টি ফেলে মুড়ে রাখা

বেশ একটা গরম ভাই-ভাই ভাব

তবুও ক্ষণিকের তরে মিটিয়েছে অভাব|

হয়ত হাতের রাখী খোলা হয়নি কারও-

তবু ঘনাচ্ছে অন্ধকার, শরীরে-মনে আমারও|

 

কিসের ভাই, কারই বা ভাই উত্তর নির্বাক;

ভাব চারপাশে সব জলে ডোবা লাশ

এস ক্ষণিকের জন্য হই বানভাসি

পরিচয়, জাতিভেদ সব ধুয়ে মুছে যাক|

চল খেয়ে আসি হাত ধরাধরি করে

ক্যাম্পের ধোঁয়া ওঠা গরম খিঁচুরী অথবা

আশমানী গাড়ীর ফেলা চিঁড়ের প্যাকেট

এস, ভাগাভাগী করে সব রাখি আর দেখো

কেমন হাতে হাত বাঁধা পড়ে, সম্প্রীতিও|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + three =