রাখী বন্ধন
শঙ্কর ঘোষ, কৃষ্ণনগর, নদীয়া ##
রবি ঠাকুর রাখী পরিয়েছেন
হিন্দু মুসলমানের হাতে,
আমরা যেন ভাইয়ে ভাইয়ে
থাকি এক সাথে।
বঙ্গভঙ্গ করে লর্ড কার্জন
মোদের আলাদা করে,
আমরা হইনি আলাদা
রেখেছি বাঁধন ধরে।
আজো আমরা রাখী পরাই
একে অপরের হাতে,
রবি ঠাকুরের উদ্দেশ্য থেকে
বিচ্যুত না হই যাতে।
16ই অক্টোবর 1905 সালে
বঙ্গভঙ্গ চালু হলে,
বাংলার ঘরে ঘরে ঐদিন
অরন্ধন চলে।
রবীন্দ্রনাথ সবাইকে রাখী পরিয়ে
রাখী বন্ধন চালু করে,
রাখী পরিয়ে নিজ কণ্ঠে
একতার সুর ধরে।
ব্রিটিশকে বোঝালেন কোনোভাবে
যাবেনা ভাঙা বাংলাকে,
জান – প্রাণ দিয়ে রুখবে
বাঙালি তার দেশকে।