রাজনীতি
জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##
চোখে যা দেখা যায় সেটাই কি সব?
চারিদিকে রাজনীতি চলছে,
এখানে কথার কোনো স্বাধীনতা নেই,
অনর্থক গুম খুন আর চোরদের রব।
প্রশ্ন নেই জানা গেছে ছিল কোন অবিমৃশ্য ভুল,
দেশের প্রতি ব্রত আর লেখার প্রতি নিষ্ঠা
শিল্পীর চোখ শিল্প দিয়ে ঘেরা
ভোরের আলোর মতো পরম আকুল।
তবু কেন ওদের মুখে চাপা চাপা ভয়,
হতবাক হয়ে তাকিয়ে থাকে কবির বন্ধুরা,
যে মুক্তির কথা মননের কথা শুনতে চেয়েছিল তারা,
আজ সেই কর্ম পথেই দৃষ্টিহীনের চলাচল,
আর প্রবাসী বিকেলের ক্ষয়,
চিৎকার শব্দের ভেতর আকাট মিথ্যের ফলাফল।
কত জীবন পড়ে থাকে নিগৃহীত নির্বাসিত জেলে,
মুখ চিরে, বুক চিরে প্রতিবাদ আসে,
প্রতিবাদ আসে ক্ষতে রক্তে গাঁথা,
বিভীষিকা আর স্বেচ্ছাচার ছড়িয়ে পড়ে,
আড়ালের ভেতর আড়াল আর তার মধ্যেই বাঁচা।।