শরতে বর্ষার গান

রূপালী গোস্বামী  ##

বাদল মেঘে মাদল বাজে

দামিনী ঝলকায় আকাশে;

অঝোর বারিধারা আসে নেমে,

বর্ষারানী হাসে হরষে।

রিমঝিম সুরে পড়ে অবিরাম, 

সেই মেদুরতার আবেশে;

মন ছুটে চলে তেপান্তরে, 

হারাবে সে আজ নিরুদ্দেশে। 

ঝেড়ে ফেলে জমা ধুলো,

সজীবতার রং চারিপাশে;

শিখি নাচে পেখম তুলে, 

সোঁদা গন্ধ মাখা বাতাসে।

নদীর জলে জাগে হিল্লোল, 

নব ছন্দের প্রকাশে;

অঙ্কুরিত অগণিত নতুন প্রাণ 

উঠবে বেড়ে সেই আশে।

কাঙ্খিত সে শীতল পরশ,

এই শরতে পাব তার ছোঁয়া, 

সেই আশায় চাতকের আজ 

 শরতের ভোরে বর্ষার গান গাওয়া। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + three =