শিক্ষকতা
শান্তনু দত্ত, ময়নাগুড়ি , জলপাইগুড়ি ##
আমরা আজ যুক্ত আছি, শিক্ষকতা কর্মে ।
শিক্ষকতা বিরাজ করে, সবার উঁচু ধর্মে।।
জাতি-ধর্ম-বর্ণভেদ, কিছুই এথা ভিন্ন নয় ।
গগনভেদী স্বপ্ন এথা, যত্ন করে গড়া হয় ।।
সবাই সমান সবাই বড়, কেউ কখনো নিম্ন নয় ।
হারা জেতা খেলায় আছে, এখানেতে সবার জয় ।।
আমরা শুধু সাহস জোগাই, শক্তি তোমার অন্তরে ।
আঁধার পথে আলো জ্বালাই, শিক্ষা তোমার মন্ত্ররে ।।
তোমার কঠিন পরিশ্রমেই, উজ্জ্বল হবে আমার দেশ ।
এই আশাতেই আমরা ধরি, শিক্ষকতার পরম বেশ ।।
তোমরা হবে কেউ ডাক্তার, কেউ বা বৈজ্ঞানিক ।
কেউ বা হবে ইঞ্জিনিয়ার, কেউ বা সাংবাদিক ।।
যা কিছু আজ হও না তুমি, মানুষ হয়ো আগে ।
আমাদের পরশ পেয়ে, যেন মানুষ বোধটা জাগে ।।