শীতকাল
চৌধুরী নাজির হোসেন, বালি, হাওড়া ##
বাইরে শীতকাল এখনও সেভাবে নয়
এখনও গরমের জামা পড়ে দাঁড়ায় সকাল
বুকপকেটে রাখা চারাগাছ এখনও রোদ্দুরে হাত বাড়ায়
সন্ধ্যার আরতিটুকু আকাশের দিকে মুখ করে
আমার পায়ের ছাপ এখনও তোমার উঠোনে জ্বলজ্বল
ভিতরে হাওয়া হু হু বয়, বিষব্যুহ
হিম ঠাণ্ডা শিরদাঁড়া বরাবর,জমাট…
আমার সহজ শ্বাস প্রশ্বাস থমকে যাচ্ছে বর্ণা!
একটু উষ্ণতা কখন ফিরবে?