শীতঘুমে
চৌধুরী নাজির হোসেন, বালি, হাওড়া
শীতের নরম রোদ গা এলিয়ে
পড়ে আছে দুখিনী উঠোনে
মা তাকে ডেকে ডেকে কখন ফিরে গেছে…
কেন যে ঘুম ভাঙে না!
বধির সময় বড় আমাদের পাশে
কে কাকে যে ডাকে, শীতঘুমে কে!
জানা নেই,সাড়াশব্দ নেই
নাকি দিন ছোট হলে ছায়া বাড়ে
মানুষ কেবল খাটো হতে হতে
উৎসবে যায়, আলোর রোশনাই
চারিদিকে, রোদ শুধু বেবাক ঘুমায়।