শেষ কথা
জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##
কোনো এক বিকেলে
স্মৃতির প্রাঙ্গণ জুড়ে দাঁড়িয়ে ছিল স্থির গাছের পাতা,
পাহাড়ের শিখরে ছেয়ে ছিল প্রেমময় আলো
সে এক মায়া ভরা বেষ্টন, আমি সেই বৃত্তের ভেতর আবর্তিত হই প্রতিহত।
কোথাও কিছু নেই সমস্ত শরীর ভরে যায় দীপ্তিতে,
মিলিয়ে যায় শব্দ অক্ষরে অক্ষরে,
যেদিকে তাকাই শুধু তুমি, তুমি আর তুমি আমার তৃপ্তিতে।
আজ গারদের শিকল ও বাঁধতে পারে না আমায়,
যেদিকে তাকাই শুধু তুমি,
প্রহরীর বেশে দাঁড়িয়ে থাকে তোমার দুটি চোখ
উচুঁ প্রাচীরে কান পেতে তোমার গান শুনি।
আজ সবই প্রিয় আমার কাছে কিছুই বিরুদ্ধ নয়,
চির প্রহার ও তাই তোমার আমার কাছে আলিঙ্গন মনে হয়।।