সংকেত
তুষার আচার্য্য ##
ইশারায় বেড়ে যায় ঘামের শিথিলতা।
থার্মোমিটারের পারদে আনন্দ জাগে।
রাস্তার পাশে সবুজ ছায়ায় দু দন্ড বিরাম।
আবার চলাচল লৌহ-শকটের দৃঢ়তায়
নরম পথের মাঝে গলে যায় স্থাপত্য।
ব্রহ্মাণ্ডের সকল কোণে রেখাচিত্রের পরশে
অঙ্কিত হয় সুঠাম অবয়বের ছায়া।
বিছানার সুতো লবণাক্ত হয়, সমুদ্র হয়।
ঢেউ বয় এগিয়ে চলার, কূল ছাপিয়ে যায় শব্দের অভিধান।
চিরন্তন হৃদবনে চাঁদের স্নিগ্ধতা, বেজে ওঠে বিরহী অভিসারী গান।