সঞ্চারিনী
এক আকাশ উদারতায় অহংকারী
মেঘ বলেছিল
আমার মতন উদার কেউ আছে ?
মাটির প্রাচীন এক বটবৃক্ষ ছোট্ট জবাব দিয়েছিল
হতে পারে, পাখিরা বাঁধে বাসা কি ?
পৃথিবীর তিনভাগ নিয়ে গর্বিত সাগর বলেছিল
আমার মতন শ্রেষ্ঠ আর কে আছে ?
ঝরে যাওয়া বৃষ্টির এক ফোটা ক্ষীন স্বরে বলে
হতে পারে, তৃষিতের তৃষ্ণা মেটাও কি ?
অগুনুত্পাত ঘটিয়ে আগ্নেয়গিরি হুঙ্কার বলেছিল
আমার মতন আগুন ছড়াতে কেউ পারে ?
মাটির প্রদীপের স্নিগ্ধ আলো শান্তস্বরে বলে ওঠে
হতে পারে, সে আলোয় পথিকের পথ মেলে কি?
আকাশ সীমা ছুঁয়ে এক পাহাড় গুরু গম্ভীরে বলেছিল
আমার মতন উচ্চতায় কেউ কি আছে।
বারো মাসে তেরো পার্বন সঞ্চারিনী তরঙ্গিনী বলে
হতে পারে, সভ্যতা সৃজন করেছ কি ?