সন্ধিলগ্ন
চৌধুরী নাজির হোসেন, বালি, হাওড়া
ঋতুপথ পরিক্রমা সেরে নিতে
স্বর আর ব্যাঞ্জনের সন্ধিলগ্নে
এসে দাঁড়াই, দেখি সূর্য ঢলে পড়ে
মাথার উপর আলোকিত দিন
এভাবে চলে যাবে আমার?
দুঃখ পাই, তবু চলি, চলতে চলতে
আলো-অন্ধকার পেরিয়ে পেরিয়ে
বন্ধ দরজায় টোকা দিই
কোনো শব্দ নেই, সাড়া নেই
এই ভরসন্ধ্যায় সবাই তারা ঘুমিয়ে!
যেন ভৌতিক পৃথিবী ইতিহাস মুছে
সভ্যতার পাতা উল্টে দিয়ে গেছে!