সবুজে লাল বৃত্ত ভরাট
তোফায়েল তফাজ্জল, ময়মনসিংহ, বাংলাদেশ ##
এই পতাকা উঠিয়ে ছিলো দেশের মুক্তিপাগল
তাড়িয়ে দিয়ে পূর্ব থেকে পশ্চিমা রামছাগল।
প্রাণের চেয়ে অগ্রাধিকার দিয়েছিলো দেশকে
পাত্তা দেয়নি কোনো রকম লোভ-লালসার রেশকে।
ওরা ধূর্ত, ভারী ছিলো ওদের গলার রাশ,
ভাইয়ের কাঁধে লাঙল রেখে করতো জমির চাষ।
অজুহাতের পাল উড়িয়ে নৌকা বোঝাই মাল
নদী পথে নায়র নিতো দিয়ে গুটি চাল।
সবই ওদের, এঁদের ভাগে কেবল কা-কা কাক,
বুঝেই এঁরা আক্রমণে হয়েছিলো বাঘ।
যুদ্ধ হলো, বেরিয়ে গেলো সাগর সমান রক্ত,
পড়ে যায়নি, সামাল দিলো আঘাত যতই শক্ত।
ফলে, উড়লো এই পতাকা ছড়িয়ে বীরের বেশ,
সবুজে লাল বৃত্ত ভরাট – মানেই বাংলাদেশ।
দারুন সুন্দর মুগ্ধ হয়ে গেলাম কবি . কবির জন্য রক্তিম শুভেচ্ছা .