সর্বজয়াদের পাঁচালী

শ্রীরূপা রায় ঠাকুর ##

কপালের ওপর এলানো চুলের ঘ্রাণ 

আজও একই আছে মায়ার মাদকতায়

অপার্থিব কিছু আলোর জন্ম হয় 

অলক্ষ্যে আজও আলতো ঠোঁট ছোঁয়ায় 

শৈশব তোর কাচের বাক্সে, গয়না, ঝিনুকমালা

বুকশেলফ ভরা সাহিত্য- সংসার

জন্মদিনের রংবেরঙের পুতুল 

হারালো শুধু নিষ্পাপ আবদার 

অনেক খুঁজেও অধরা নির্ভরতা 

স্বাধীনতার ডাক দিয়েছে সময় 

এভাবেই বুঝি পূর্ণতার আহ্বানে

নির্ভরতা ডানার ভরসা পায় 

আর এভাবেই অপুদের জীবন খুঁজে চলা

মনসাপোতায় মন বসে না আর 

তবু  অপেক্ষায় সর্বজয়ারা থাকে 

থেকে এসেছে চিরদিন, চিরকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =