স্রোত
কালীপদ মণ্ডল ##
স্রোতগুলো দেখতে দেখতে দূরেই চলে যায়
বেখেয়ালে কখন মিলিয়ে যায়!
অথচ তার গভীরে লুকিয়ে ছিল কত কাঁপন
ভাবিনি সেগুলোও হারিয়ে যায়!
কোনোটার গায়ে লেগে ছিল তীব্র সংরাগ
বড় ঢেউ লাফিয়েছে কতবার
আবেগে অস্ফুট মেয়ে যেমন বলে ফেলে
তোমাকে চাইব কত আর!
কারও গভীরে লুকিয়ে ছিল অব্যক্ত ব্যথা
মৃদু স্বরে পারের কাছে এসে
চুপিসারে গোপন কথার মতো সুন্দর হতে
ব্যথাকেই গেছে ভালবেসে।
এরকম ঢেউগুলো জেগে মুছে যায়
তার হদিশ দেয় না কেউ
অযাচিত ভয় বুকে চেপে হয়তো
সেও হয়ে গেছে আশ্চর্য ঢেউ!