হাত বাড়াও বন্ধু
অশোক দাশ ##
হাতটা তোমার বাড়াও বন্ধু
হাতটা লম্বা করো,
হাতে -হাত রেখে একসাথে পথ চলবো,
হাসবো -খেলবো- ছুটবো- পড়বো,
তবুও হাত ছাড়বো না,
হাত ছাড়বো না।
সাগর জলে উত্তাল তুফানে
ঢেউয়ের মাথায় চড়বো,
দুর্গম গিরি শৃঙ্গে উঠবো,
আঁধার রাতে সূর্য অভিযানে চলবো,
কিছুতেই ভয় করব না,
ভয় করব না।
আকাশ ভরা নীলের মাঝে
স্বপ্নের ছবি আঁকবো,
নতুন ভুবন গড়বো,
রোদ্দুর হয়ে ছুটবো,
জয়ের নিশান ওড়াবো।
কখনও পিছু হটবো না,
পিছু হটবো না।