হোয়াটসঅ্যাপের ‘অন্ধকার’ মোড
হোয়াটসঅ্যাপের ডার্ক মোড নিয়ে গত বছর থেকেই চলছে জল্পনা-কল্পনা। একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছিল এই নতুন ফিচার কেবলমাত্র আইফোনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই নয়া ফিচার ব্যবহার করতে পারবে না।
অবশেষে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ফিচারের সুবিধা পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এবং আই ফোন ব্যবহারকারীদের জন্য। আর প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই নয়া ফিচার।
এই নয়া ফিচারে সম্পূর্ণ কালো ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে থাকবে ধূসর রংয়ের ব্যাকগ্রাউন্ড। মূলত অ্যান্ড্রয়েড ১০ এবং আইফোন ১৩ তে পাওয়া যাবে এই সুবিধা। এই নয়া সুবিধাতে আরাম হবে চোখের। কারণ চড়া আলোর থেকে এই নয়া ফিচারে কিছুটা হলেও কম চাপ পড়বে চোখের উপরে।
অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার চালু করার পদ্ধতি
এই ফিচার চালু করার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে এবং হোয়াটসঅ্যাপের
আপডেটেড ভার্সান ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে স্ক্রিনের উপরের ডানদিকের
তিনটে ডটে ক্লিক করতে হবে।
তারপরে চ্যাট সেটিং এ যেতে হবে। সেখান থেকে পছন্দমত থিম সিলেক্ট করতে হবে।
চূড়ান্ত পর্যায়ে ডার্ক মোড সিলেক্ট করতে হবে।
আইফোনে এই ফিচার চালু করার পদ্ধতি
অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের আপডেট ভার্সন ডাউনলোড করতে হবে। তারপরে সেটিংস এর ডিসপ্লে এবং ব্রাইটনেস অপশনে যেতে হবে।
ডার্ক মোডের ডার্ক অপশনে যেতে হবে। সেখান থেকে চূড়ান্তভাবে ডার্ক মোড সিলেক্ট করতে হবে।