৮৬ বছর পর, ক্যাঙারুর আক্রমণে মৃত্যু অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়াতে গরু ছাগলসহ অন্যান্য পশুর মতো ক্যাঙ্গারুও পোষা হয়। জাতীয় পশু হওয়ায় দেশটিতে এই প্রাণিটি খুবই মর্যাদার অধিকারী। তবে এবার অস্ট্রেলিয়ায় পোষা ক্যাঙ্গারুর আক্রমণে মালিকের মৃত্যু হয়েছে। ৭৭ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পোষা এক ক্যাঙ্গারুকে সন্দেহ করা হয়েছে। 

জানা গেছে, একটি বুনো ক্যাঙ্গারুকে পুষেছিলেন ওই বৃদ্ধ। সেই ক্যাঙ্গারুর আক্রমণে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনা দেশটিতে ৮৬ বছরে এই প্রথম বলে জানিয়েছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার রেডমন্ডের এক বাড়িতে আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন তার এক আত্মীয়। বৃদ্ধের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নেওয়া আগেই ওই ব্যক্তি মারা যান।

পুলিশের মুখপাত্র জানান, নিহত ওই বৃদ্ধকে ক্যাঙ্গারু আক্রমণ করেছিল। উদ্ধারকর্মীরা যখন বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন তাদের বাধা দিয়েছিল ওই ক্যাঙ্গারু। অবশেষে ক্যাঙ্গারুটিকে গুলি করে মারতে বাধ্য হন তারা। কারণ পরিস্থিতি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। 

শেষবার ১৯৩৬ সালে ক্যাঙ্গারুর এরকম প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + thirteen =